
কক্সবাজারের ঈদগাঁওয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রসাশন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর-কক্সবাজার যৌথ ভাবে বুধবার (৫ মার্চ) এ অভিযান চালায়।
ঈদগাঁও বাজারের বাঁশঘাটা এলাকায় এ মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ উপস্থিত ছিলেন।
মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ অর্থদণ্ড দেয়া হয়। ৪টি প্রতিষ্টান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এতে প্রসিকিউশন অফিসার ছিলেন জহর লাল পাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, ঈদগাঁও এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

সেলিম উদ্দিন, স্টাফ রিপোর্টার ঈদগাঁও (কক্সবাজার):: 











