
উখিয়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় বৈশাখী চিংড়ী হ্যাচারির পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিদানিয়া এলাকার মৃত মোঃ ইলিয়াছ পুত্র আরাফাত(২৪)।
ইনানীস্থ বৈশাখী হ্যাচারীর পাহারাদার জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৪টা বা ৫টার দিকে হ্যাচারীর পাশে থাকা ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে মাটিতে পড়ে থাকতে দেখতে পাই এক যুবক’কে পরে স্থানীয় ও পুলিশকে খবর দিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগেও কে বা কারা একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এখানে আরও ৩ থেকে ৪ জন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ দুর্জয় সরকার জানান, সকালে খবর আসে একজন বৈদ্যুতিক শকে মাটিতে পড়ে আছে। ঘটনাস্থলে আসতে আসতে স্থানীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।