০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

পার্বত্যাঞ্চলে ৫৪ ইটভাটা মালিক’কে ৪ লাখ টাকা করে জরিমানা: রিট খারিজ

পার্বত্য চট্টগ্রামের অবৈধ ৫৪ ইটভাটা মালিক’কে ৪ লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে এ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবৈধ ইটভাটা মালিকদের করা  রিট খারিজ করেছেন।বুধবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে এইচআরপিবি’র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিকরা হলেন, মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হক, ওবায়দুল কবির, শামীমা আক্তার, গিয়াস উদ্দিন, এনামুল হক, নাসির উল আলম, মোহাম্মদ ইসলাম, বিপ্লব কান্তি, আব্দুল কাদের প্রমুখ।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশশেনের প্রেক্ষিতে আদালত পার্বত্যাঞ্চলের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু অবৈধ ইটভাটা মালিকরা এ রায়ের প্রেক্ষিতে রিটের পর রিট করে রায় বাস্তবায়নের পথ আটকিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনার কৌশল নিয়েছিলেন। বিষয়টি আদালতের নজরে আনলে শুনানি শেষে বিচারক  রিট খারিজ করে দেন। একইসঙ্গে একই বিষয় নিয়ে বারবার রিট করায় ৫৪ ইটভাটা মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা করেন এবং তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার আদেশ দেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় সাংবাদিক মুসলিম উদ্দিনের বাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৫

পার্বত্যাঞ্চলে ৫৪ ইটভাটা মালিক’কে ৪ লাখ টাকা করে জরিমানা: রিট খারিজ

আপডেট সময়: ০৩:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

পার্বত্য চট্টগ্রামের অবৈধ ৫৪ ইটভাটা মালিক’কে ৪ লাখ টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্টে এ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবৈধ ইটভাটা মালিকদের করা  রিট খারিজ করেছেন।বুধবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে এইচআরপিবি’র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
দণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিকরা হলেন, মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হক, ওবায়দুল কবির, শামীমা আক্তার, গিয়াস উদ্দিন, এনামুল হক, নাসির উল আলম, মোহাম্মদ ইসলাম, বিপ্লব কান্তি, আব্দুল কাদের প্রমুখ।

আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, মানবাধিকার এবং পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশশেনের প্রেক্ষিতে আদালত পার্বত্যাঞ্চলের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু অবৈধ ইটভাটা মালিকরা এ রায়ের প্রেক্ষিতে রিটের পর রিট করে রায় বাস্তবায়নের পথ আটকিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনার কৌশল নিয়েছিলেন। বিষয়টি আদালতের নজরে আনলে শুনানি শেষে বিচারক  রিট খারিজ করে দেন। একইসঙ্গে একই বিষয় নিয়ে বারবার রিট করায় ৫৪ ইটভাটা মালিককে ৪ লাখ টাকা করে জরিমানা করেন এবং তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করার আদেশ দেন।