
“হিমবাহ সংরক্ষণ”এই প্রতিপাদ্যে আজ ২২ মার্চ ২০২৫ তারিখ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা এর আয়োজনে বিশ্ব পানি দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান,নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নবাব আলী,পানি উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী’ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি 











