০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

উখিয়ায় বনভূমিতে ইউএনসিআর’র নির্মিত অফিসের কাজ বন্ধ করে দিয়েছে বনবিভাগ

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 40

শ.ম.গফুর:: কক্সবাজার দক্ষিণ বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বনভুমির জায়গায় অবৈধ ভাবে নবনির্মিত স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে বনকর্মীরা।২৪ এপ্রিল দিনের বেলায় থাইংখালী বিটের রিজার্ভ উখিয়াঘাট মৌজার আর এস দাগ নং- ১২৩ এর শফিউল্লাহ কাটা নামক এলাকায় ইউএনএইচসিআর এর ব্যানারে নির্মাণাধীন একটি স্থাপনা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে কাগজপত্র দেখাতে থাইংখালী বিট থেকে বিট কর্মকর্তা বিকাশ দাশ স্বাক্ষরিত নোটিশ ইস্যু করা হয় গত ২২ এপ্রিল।উক্ত নোটিশ ইস্যু করার পর যৌক্তিক সময় অতিক্রান্ত হয়ে যায়।

এতে কোন জবাব না দেননি ইউএনএইচসিআর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা।
ফলে সহকারী বন সংরক্ষক(এসিএফ) মো: শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে নির্মাণাধীন ওই স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বন আইন ১৯২৭ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সত্যতা নিশ্চিত করেন এসিএফ শাহিনুর ইসলাম শাহীন।বর্ণিত বনভুমির জায়গায় ২০১৭-১৮ ইং অর্থসালে সামাজিক বনায়ন সৃজন করা হয়েছিল।সেখানে বাগান ছিল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
এ সময় থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও বনপ্রহরীগণ সাথে ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

উখিয়ায় সাংবাদিক মুসলিম উদ্দিনের বাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ; আহত ৫

উখিয়ায় বনভূমিতে ইউএনসিআর’র নির্মিত অফিসের কাজ বন্ধ করে দিয়েছে বনবিভাগ

আপডেট সময়: ০৩:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শ.ম.গফুর:: কক্সবাজার দক্ষিণ বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের আওতাধীন বনভুমির জায়গায় অবৈধ ভাবে নবনির্মিত স্থাপনার কাজ বন্ধ করে দিয়েছে বনকর্মীরা।২৪ এপ্রিল দিনের বেলায় থাইংখালী বিটের রিজার্ভ উখিয়াঘাট মৌজার আর এস দাগ নং- ১২৩ এর শফিউল্লাহ কাটা নামক এলাকায় ইউএনএইচসিআর এর ব্যানারে নির্মাণাধীন একটি স্থাপনা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে কাগজপত্র দেখাতে থাইংখালী বিট থেকে বিট কর্মকর্তা বিকাশ দাশ স্বাক্ষরিত নোটিশ ইস্যু করা হয় গত ২২ এপ্রিল।উক্ত নোটিশ ইস্যু করার পর যৌক্তিক সময় অতিক্রান্ত হয়ে যায়।

এতে কোন জবাব না দেননি ইউএনএইচসিআর কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা।
ফলে সহকারী বন সংরক্ষক(এসিএফ) মো: শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে নির্মাণাধীন ওই স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বন আইন ১৯২৭ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সত্যতা নিশ্চিত করেন এসিএফ শাহিনুর ইসলাম শাহীন।বর্ণিত বনভুমির জায়গায় ২০১৭-১৮ ইং অর্থসালে সামাজিক বনায়ন সৃজন করা হয়েছিল।সেখানে বাগান ছিল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
এ সময় থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও বনপ্রহরীগণ সাথে ছিলেন।