
নিজস্ব প্রতিবেদক:: উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালংয়ের পূর্বপাড়ার গ্রামীণ রাস্তার ব্রীজে ভাঙ্গন দেখা দেওয়ায় জনচলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল।গত কয়েকদিন ধরে এমন জনদুর্ভোগ নিয়ে এলাকাবাসীদের মাঝে হতাশা বিরাজ করছিল।
জনসাধারণের দু:খ লাঘবে ভাঙ্গন অংশ নিজের উদ্যোগে সংস্কার করে দিয়েছেন ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। তিনি এ বিষয়ে অবগত হয়ে ১৪ জুন সকালে পর্যাপ্ত শ্রমিক,প্রয়োজনীয় গাছ,মাটি নিয়ে স্বয়ং উপস্থিত থেকে উক্ত ভাঙ্গন অংশ সংস্কার করে দিয়ে চলাচল উপযোগী করে দেন।এতে ওই রাস্তা দিয়ে চলাচল করা এলাকাবাসীর পক্ষে হেলাল মেম্বারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুতুপালংয়ের ত্যাগীখ্যাত যুবনেতা নুরুল আবছার।উক্ত রাস্তার ব্রীজটি স্থায়ী ও টেকসই সংস্কারের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানের আশু কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার।