
এসএসসি পরীক্ষার সদ্য ঘোষিত ফলাফলে সুমাইয়া আক্তার গোল্ডেন এ প্লাস(GPA-5) পেয়ে বাবা-মা’র মুখ উজ্জ্বল করেছে।সুমাইয়া আক্তার উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের শিক্ষার্থী হিসেবে পরীক্ষা দেন।সুমাইয়া আক্তার ২০২০ সালে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী(পিএসসি)পরীক্ষায় গোল্ডেন এ প্লাস
লাভ করেছিল।তার স্বপ্ন উচ্চ শিক্ষা অর্জন করে ভবিষ্যতে চিকিৎসক হওয়া।সে সকলের দোয়া প্রার্থী।
সুমাইয়া আক্তার তাহার এই ফলাফল অর্জনের জন্য বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ,গৃহ শিক্ষক ও এসএমসি’র সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সুমাইয়া আক্তার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার পাড়ার বাসিন্দা প্রবাস ফেরত(বর্তমানে এমএসএফ এনজিও সংস্থায় কর্মরত) হাজী জাহেদ আলম ও গৃহিণী সেলিনা আক্তার দম্পতির প্রথমা কন্যা সন্তান এবং কক্সবাজার আদালতের পেশকার, উখিয়ার পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলম ও উক্ত ওয়ার্ডের মেম্বার মুফিদুল আলম শিকদারের ভাগ্নি ও মরহুম আবদুল মজিদ শিকদারের নাতনী।
মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আকতার মুফিদুল আলম শিকদারের ভাগ্নি, পারিবারিক ভাবে চট্টলাবাংলা’র সম্পাদক শ.ম. গফুর’র ছোট বোন (শ্যালিকা) হয়।