
নিজস্ব প্রতিবেদক, উখিয়া:: উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উখিয়ার বালুখালীর এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প-১৭ ও ক্যাম্প-০৮ ওয়েস্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডিসি, পিএসসি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি টাওয়ার, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম, আর্লি ওয়ার্নিং ও রেসপন্স ব্যবস্থা ইত্যাদির বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণ ও তদারকি করেন। বিশেষ করে ক্যাম্প-১৭’র সিআইসি অফিস সংলগ্ন এলাকাসহ ক্যাম্প-৮ ওয়েস্ট’র গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকেল ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।