
বিশেষ প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়ায় গভীর রাতে জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক মুসলিম উদ্দিনের বসতবাড়ি ও দোকানে ভয়াবহ লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা প্রথমে ঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুটপাট করে এবং পরে অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে সাংবাদিক মুসলিম উদ্দিনের পরিবারের তিন সদস্যকে হত্যার উদ্দেশ্যে তারা ধরে নিয়ে যাচ্ছিল। তবে এলাকাবাসীর সাহসী হস্তক্ষেপে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
এর আগেই সম্ভাব্য হামলা ও লুটপাটের আশঙ্কা প্রকাশ করে উখিয়া থানা ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তক্ষেপ কামনা করেছিলেন সাংবাদিক মুসলিম উদ্দিন। এ বিষয়ে উখিয়া থানার ওসিকেও অবহিত করা হয়েছিল।
কিন্তু আগাম সতর্কবার্তা ও অভিযোগ থাকা সত্ত্বেও এমন নৃশংস ঘটনা ঘটায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, এটি কেবল একটি পরিবারের ওপর হামলা নয়—বরং সাংবাদিক সমাজকে ভয় দেখানোর অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।