
উখিয়ার বালুখালীর যুবদলনেতা বেলাল হোসাইনকে নিয়ে কক্সবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বেলাল।
যুবদলনেতা বেলাল জানান, ” আমার ভাগিনা দিদারের বিষয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে আমাকেও জড়ানো হয়েছে, প্রকৃতপক্ষে আমি ওই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, এবং দিদার আমাকে ভুল তথ্য দিয়ে ওই প্রতিবেদকের কাছে একটি কল করতে বলেন, আর প্রতিবেদনে একটি ভিডিওতে আমাকে দেখা গেছে বলে যে উল্লেখ করা হয়, তবে আমি এইটুকু হলফ করে বলতে পারি আমি ওই বেলাল নয়, বালুখালী এলাকার অন্য একজন বেলাল হতে পারে বলে ধারণা করছি।””
‘তাছাড়া আমার ভাগিনা দিদারের বিষয়ে আমি কিছুই জানিনা।তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
- প্রতিবাদকারী….
- মোঃ বেলাল হোসেন
যুবদলনেতা, বালুখালী-উখিয়া।

বার্তা পরিবেশক:: 











